আমাদের আধুনিক জীবনে বৃহৎ এক সমস্যার নাম হচ্ছে ঈমান ও বস্তুবাদের সংঘাত। এর গুরুত্ব উপলব্ধি করে আলি নদভি রাহি. বর্তমান পারিপার্শ্বিক পরিস্থিতিসহ ইতিহাস, তাফসির ও হাদিসের সমন্বয়ে সুরা কাহাফ-কে তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন সুগভীর মনীষা ও প্রজ্ঞার আলোকে। সুরা কাহাফের আলোচিত অন্যতম ৪টি বিষয় :—আসহাবে কাহাফ, দুই বাগিচার মালিক, হযরত মুসা ও খিজির আলাইহিমুস সালামের সফর এবং বাদশা জুলকারনাইনকে নিয়ে অসাধারণ তাত্ত্বিক ও দার্শনিক আলোচনা গ্রন্থটিতে উঠে এসেছে। পুরো সুরাটি থেকে ঈমান ও বস্তুবাদ বিষয়-দুটিকে মুখোমুখি দাঁড় করিয়ে স্পষ্ট করতে চেয়েছেন—বস্তুবাদী জীবন ও আধ্যাত্মিক জীবনের স্পষ্টতর ফারাক। এরও পাশাপাশি নদভি রাহি. নিজের ভাষায়, নিজের মতো করে বর্তমান বস্তুবাদী দুনিয়ার ব্যর্থতা ও অসাড়তা তুলে ধরেছেন; পাশাপাশি এগুলো থেকে বেরিয়ে আসার পথ ও পন্থা দেখিয়ে দিয়েছেন একজন দরদি রাহবারের মতো।