প্রথমেই দুজনের পছন্দ-অপছন্দটা জেনে নেওয়া। ছেলেকে জিজ্ঞাসা করা এ-বিয়ের ব্যাপারে তার কি রায়, তেমনি মেয়েকে জিজ্ঞাসা করা তার মতামত কি! আল্লাহ তাআলা কোন ছেলের বিয়ে কোন মেয়ের সঙ্গে হবে তা তিনি আগ থেকেই নির্ধারণ করে রেখেছেন। উপরন্তু আমাদের দেশে পছন্দ-অপছন্দের ব্যাপারে ছেলেকে জিজ্ঞাসা করলেও মেয়ের মতামতকে থোরাই কেয়ার করা হয়। মেয়ের পছন্দকে আমলেই নেওয়া হয় না। অথচ তাকে জিজ্ঞাসা করা এমন জরুরি যেমন ছেলেকে জিজ্ঞাসাটা করা জরুরি! বিয়ে বিষয়ক সম্পর্ক গড়া এবং দুই পক্ষের আচার-আচারণের ব্যাপারে আল্লাহর রাসূলের শরীয়তকে সামনে রাখা উচিত। যেহেতু এটি একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা। সে হিসাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া বিধানকে পূঁজি করে আমাদের মুয়ামালা-মুয়াশারাত করা উচিত। আমাদের নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,'আমার মেয়েকে তখনই বিয়ে দেই, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসে। আমার বিয়ের ক্ষেত্রেও আল্লাহর পক্ষ থেকে হুকুম আসার অপেক্ষা করি। যাকে আমি বিয়ে দেই, যার সঙ্গে বিয়ে দেই, তাদের সবার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তারা সকলেই জান্নাতি।'