চাঁদের পাহাড় বিভুতিভূষনের একটি কিশোর উপন্যাস। বইটিতে শংকরের অসাধারন সব এডভেঞ্চারের রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজানো হয়েছে। আফ্রিকার সিংহের সাথে, কিংবা ব্লাক মাম্বার সাথে তার দেখা হওয়া কিংবা আলভারেজের সাথে তার বন্ধুত্ব আর শেষে গিয়ে হীরের খনির সন্ধান পেয়েও সেখান থেকে বেঁচে ফিরে আসার এক অসাধারণ গল্পের উপন্যাস এই চাঁদের পাহাড় এই বইটি।