প্রচলিতধারায় বিশ^ভারতী প্রকাশিত অখণ্ড ‘গল্পগুচ্ছ’ই রবীন্দ্র-গল্প সংকলন হিসেবে বিবেচ্য হয়ে আসছে। এর বাইরে ‘তিন সঙ্গী’, ‘পরিশিষ্ট’, ‘লিপিকা’, ‘সে’ ও ‘গল্পস্বল্প’-র গল্পসমূহ এবং গল্প ‘ইঁদুরের ভোজ’ কিংবা ‘সহজ পাঠ’ আজ প্রায় পাঠকবিস্মৃতির পর্যায়ে। রবীন্দ্র ছেটোগল্পের সামগ্রিক রস গ্রহণে সমুদয় গল্পপাঠ অবশ্যই অপরিহার্য। বর্তমানে আমাদের প্রয়াস পূর্ববর্ণিত বিশ^ভারতী প্রকাশিত অখণ্ড ‘গল্পগুচ্ছ’। একে নতুন করে পাঠকের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত।