রাজসভা জমজমাট। সেদিন গোপাল অনুপস্থিত। মহারাজ ঘোষণা করলেন, আপনাদের মধ্যে যে গোপালের বাড়ি থেকে কিছু চুরি করে আনতে পারবে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। গোপালের ঘরে চুরি! অসম্ভব! কেউ এই প্রস্তাবে সম্মত হলেন না। সভায় উপস্থিত এক লোভী দরিদ্র ব্রাহ্মণ পুরস্কারের লোভে সম্মত হলেন। সেইদিনই রাতে সিঁদ কেটে তিনি ঘরে ঢুকলেন। গোপাল সব ব্যাপারটা আগেই কারো কাছ থেকে জানতে পেরেছিল। অতি লোভী ব্রাহ্মণকে বেশ ভালভাবে নাকাল করার লোভ সামলাতে পারলো না গোপাল। মহারাজের অনুগ্রহে মোহরের অভাব ছিল না গোপালের। এক কলসী বিষ্ঠা বা মল সে পূর্বেই সংগ্রহ করে রেখেছিল একজন মেথরকে দিয়ে।