এদিকে সন্ধ্যা নেমে এসেছে। ফারহান তখনই দিল সংবাদটি। রাতে ফেরা সম্ভব না। জঙ্গলেই থাকতে হবে! মেয়েটির বিচলিত কণ্ঠ, "এবার কী হবে? আমরা ফিরব কেমন করে?" "ফিরব না ভেবেছি।" "তাহলে?" "তাহলে আবার কী, থেকে যাব এই পাহাড়ে।" ফেরার চিন্তায় মেয়েটি বিভোর হয়ে রইল। ফারহান কিছুটা এগিয়ে এল। আগলে নিল হাতের মাঝে। চুলের খোঁপা খুলে দিল। লম্বা চুলগুলো পিঠের বাঁক বেয়ে নেমে রইল। ভালো লাগছে দেখতে। এদিকে মেয়েটির বুকের ভেতর ঝড় নেমে গেছে। ফারহানের ছোঁয়া ওকে আড়ষ্ট করে দিল। "ভয় পাচ্ছিস?" মেয়েটি কথা বলল না। শব্দগুলো হারিয়ে যাচ্ছে। নিচু করে রইল মাথাটা। চারপাশ থেকে পাখির কিচিরমিচিরের আওয়াজ শোনা যায়। ওমন সময় ভয়ঙ্কর কাজটি করে ফেলল ফারহান! মেয়েটির কোমল ঠোঁট জোড়া ভিজে উঠল অমৃত সুধায়।
অনেক সুন্দর ছিল ইবুকটা। ফারহান - ফারাবি তোমার লিখা আমার পছন্দের জুটি একটা। ভালোবাসা রইলো।
Read all reviews on the Boitoi app
ফারহান-ফারাবি আমার কাছে খুব প্রিয়। ফেসবুকে স্বপ্নের প্রেয়সী পড়ার পর যখন দেখি বই বের হয়েছে ওদের নিয়ে তখন খুব ইচ্ছে হয় বইটা পড়ার। ইবুক পড়ার আগে আমার হৃদয়ে রয়েছে গোপনে পড়া শেষ। আজকে প্রাণ বলে প্রেয়সী পড়লাম। খুব বেশি ভালো লাগছে।নৌশি আপুর লেখা মানেই বেস্ট। তুমার সব গল্পই আমার খুব ভালো লাগে।তবে ফারহান ভাই খুব বিশেষ। ফারহান ভাই একটা আবেগ।🥹🫶
অনেক সুন্দর একটা ভালোবাসার গল্প পড়লাম 🥰 ফারহান আর ফারাবী আমার খুবই পছন্দের একটা জুটি ❤️
অসাধারন এবং অনেক রোমাঞ্চকর
Good
সুন্দর
অসম্ভব সুন্দর একটা ই-বই। অনেক অনেক ভালো লাগে এই গল্পটা। এই গল্পটা আমার এতো প্রিয় হওয়ার প্রধান কারণ হচ্ছে ফারহান চৌধুরী। আমার কল্পনায় ফারহার পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। আমার অনেক প্রিয় একটা জুটি ফারহান ফারাবি। ফারহান ফারাবি মানেই এক অন্য রকম অনুভূতি। এতো তাড়াতাড়ি শেষ করে দিলে কেনো? আরো বড় করে লিখতে তাহলে আরও অনেক গুলা পর্ব পড়তে পারতাম আমার প্রিয় ফারহানকে নিয়ে। অনেকবার পড়া হয়ে গেছে তাও বার বাত পড়তে ইচ্ছা করে।
নৌশি আপির গল্প বরাবরই আমার পছন্দের তালিকায়। তারমধ্যে ফারহান ফারাবী একটু বেশিই প্রিয়,মন ছোয়া তাদের ঝুটি, ফারহানের তার প্রেয়সীর প্রতি ভালোবাসা সত্যি অন্যরকম সুন্দর করে তুলেছে গল্পটিতে। লিখিকা আপিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর গল্পটি উপহার দেওয়ার জন্য
খুবই সুন্দর একটা গল্প পড়লাম আপু। কোন ছেলে এতোও ভালোবাসতে পারে? ওদের অনুভূতিগুলো কি সুন্দরভাবে ফুটিয়ে তুলছো তুমি। ভালোবাসা সত্যিই দারুণ অনুভূতি।
প্রান বলে তুই প্রেয়সী গল্প টা এক কথাই অসাধারন একটা গল্প। 🥰 খুব ভাল লাগল গল্প টা পরে। এমনিতেও ফারহান আর ফারাবির জুটি টা একটা বেস্ট জুটি🤗। এই গল্পটা আসলে খুব বেশিই সুন্দর। ফাতেমা তুজ নৌশি আপুর কাছে আমি কৃতঙ্গ আমাদের এতো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য 🥰 দোয়া রইলো