চারটি গ্যালাক্সি একীভূত হচ্ছে এবং মহাকাশে ছড়িয়ে দিচ্ছে কোটি কোটি তারা-এমন মহাজাগতিক দৃশ্য ধারণ করেছে নাসার স্পিটজার মহাকাশ টেলিস্কোপ। ওই চারটি গ্যালাক্সি যখন একীভূত হয়ে যাবে, তখন তার আকার হবে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির ১০ গুন বড়। এই দৃশ্য বিজ্ঞানীদের এটা বুঝতে সহায়ক হবে যে, কীভাবে মহাকাশে দানব গ্যালাক্সি তৈরি হয়ে থাকে। গ্যালাক্সিগুলোর মধ্যে সংঘর্ষের বা একীভূত হওয়ার ঘটনা বিরল নয়। তবে সেই দৃশ্য ধারণ অবশ্যই অভূতপূর্ব ঘটনা।