তৎকালীন পূর্ব পাকিস্তানে বাঙালিদের স্বাধীনতা আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে, তখন মার্চের শেষ দিকে দুই ডিভিশন সৈন্য পূর্ব পাকিস্তানে উড়িয়ে আনা হয়। এর সপ্তাহ দুয়েক পর পাকিস্তান সরকার আটজন সাংবাদিককে পূর্ব বাংলায় উড়িয়ে আনে। উদ্দেশ্য ছিল পশ্চিম পাকিস্তানের মানুষের মনে এমন একটা ধারণা তৈরি করা যে পূর্ব পাকিস্তান স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সে সময় করাচির দ্য মর্নিং নিউজের সহসম্পাদক ও দ্য সানডে টাইমসের পাকিস্তান প্রতিনিধি হিসেবে কর্মরত অ্যান্থনি মাসকারেনহাস ছিলেন ওই উড়ে আসা সাংবাদিক দলের একজন। বাকি সাতজন সরকারের ফরমাশমতো প্রতিবেদন প্রদান করেন। মাসকারেনহাসও প্রাথমিকভাবে তা করতে বাধ্য হন। তাঁর ওই রকম একটি প্রতিবেদন ১৯৭১ সালের ২ মে দ্য সানডে টাইমসে প্রকাশ পায়, যেখানে ২৫ ও ২৬ মার্চে বাঙালি সৈনিকদের বিদ্রোহ ও অবাঙালিদের প্রতি সহিংসতার ঘটনাগুলো ছিল, এমনকি দুর্ভিক্ষের কথাগুলো বাদ দেওয়া হয়েছিল। এরপর মাসকারেনহাস তাঁর বিবেকের দংশনে বিচলিত হন। কয়েক দিন দ্বিধার পর তিনি পুরো রিপোর্টটি লেখার সিদ্ধান্ত নেন।