আজ যে নাবিলার সাথে দেখা হবে সেটা তার মামাতো বোন নয়, মামাতো বোনের D.N.A. থেকে তৈরী করা নাবিলা। যাকে বলা যাবে ক্লোন নাবিলা। অর্থাৎ নাবিলার ফটোকপি। সমস্ত ক্লোন এর গল্পটি নাবিলাকে বলেছে। শুধু আজ সন্ধ্যাই যে ইনকিউবেটর থেকে বের হবে সেটা এবং ল্যাবের ঠিকানাটা ছাড়া। নাবিলা সব মনোযোগ দিয়ে শুনেছে। শুধু একটি প্রশ্ন করেছে, এগ সেলটা কোন মেয়ে থেকে নিয়েছো ! উত্তরে সোহেল ঠিক কিছু বলেনি। শুধু মনে মনে ভেবেছে। নিজে মিলিয়ন অব স্পার্ম সেল নিচ্ছে ইন ভিভোতে। আমি জীবের জীবনচক্র পড়াতে গিয়ে সব পদ্ধতির সাথে পার্থেনোজেনেসিসের কথা বলেছিলাম। সেটা এমন একটা পদ্ধতি যা যৌনমিলন ছাড়াই সন্তান উৎপাদন হয়। নিম্ন শ্রেণীর প্রাণীতে এখনো হচ্ছে।