আরব্য রজনীর আলী বাবা ও চল্লিশ চোরেরা 'সিসিম ফাঁক' বলেই গুপ্ত সম্পদ লুট করতো। সহজ ঋণপ্রাপ্তি, সীমাহীন দুর্নীতি, ঋণ কেলেঙ্কারি, রাজনৈতিক চাপ-প্রভাব, ঋনলুন্ঠনের অকার্যকর প্রতিরোধ ব্যবস্থা এবং ধর্মীয় অনুশাসন অবজ্ঞা প্রভৃতি ঋণ গায়েবের যে গোপন সুড়ংগপথ তৈরী করেছে তা দিয়ে অফেরৎযোগ্য লক্ষ লক্ষ কোটি টাকা স্রোতের মত বের হয়ে যাচ্ছে । ব্যাংকে রক্ষিত জনগণের সঞ্চিত গুপ্তধন লোপাট হয়ে ব্যাংকগুলো দুষ্ট গ্রাহক-মালিক চক্রের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। কারা, কিভাবে ও কোন কায়দায় -কৌশলে ব্যাংকসমূহের অস্তিত্ব-বিনাশের সম্ভাবনা তৈরী করছে সেই সত্য বিশদভাবে উম্মোচিত হয়েছে এই গবেষণা- গ্রন্থে। একই সাথে সুস্থ ব্যাংকিংয়ের স্বার্থে সিসিম ফাঁক বন্দের নীতি-কৌশলও এই গন্থে সন্নিবেশিত হয়েছে।