ইতিহাস ভবিষ্যতের আয়না। ইতিহাস থেকে শিক্ষা নিয়েই সামনে চলতে হয়। আমাদের জন্য ইতিহাস জানা যেমন জরুরি। ইতিহাস অধ্যয়নের আগে সঠিক গাইডলাইন থাকাটাও জরুরি। ইতিহাস শাস্ত্রে ইমরান রাইহানের পাণ্ডিত্য ও মুন্সিয়ানা বোদ্ধা মহলের নজর কেড়েছে আরো আগেই। ইতিহাস চর্চার স্বল্পদৈর্ঘ্য অভিজ্ঞতাকে পুঁজি করে ইতিহাসের শাস্ত্রীয় রূপকে এখানে পাঠকের মুখোমুখি এনে দাঁড় করিয়েছেন লেখক, অত্যন্তসাবলীল ও প্রাঞ্জল ভাষায়।