মানুষের বেঁচে থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন। নিজেকে সমৃদ্ধ করার জন্যও আত্মার খোরাক প্রয়োজন। অনেকেরই আত্মশুদ্ধিমূলক বই পড়তে ভাল লাগে না। বিরক্তি চলে আসে। তবে ইমরান রাইহান এর এই বইটি ভিন্ন ধাচে লেখা। বইটি পড়ার সময় পাঠকের একমুহূর্তের জন্যও একঘেয়েমি আসবে না। মনে হবে লেখক সামনে বসে গল্প করছেন।