মাঝরাতের ধাক্কাটা আমি সামলাতে পারিনি। এখনো মেঝেতে বসে আছি, চরম বিরক্তি আমার মুখজুড়ে। খানিক আগেই আমার বউ, মানে শ্রুতির লাথি খেয়ে মেঝেতে পড়ে গেছি। মেয়েটার পা এত চলে, যেন কোনো ফুটবল খেলোয়াড়! পুনরায় শুতে এসে থাপ্পড় খেলাম। ঘুমের ঘোরেই থাপ্পড় মেরেছে সে। যে সে থাপ্পড় নয়, একেবারে জ্বালা ধরানো থাপ্পড়। হা হয়ে আছে আমার মুখ। হঠাৎ করেই মৃদু সুরে গোঙানি শুনতে পেলাম। "শয়তান বেটা, তোর কপালে বউ নাই। বউ থাকলেও সুখ নাই। সুখ থাকলেও শান্তি নাই। শান্তি থাকলেও তোর পেট খারাপ হবে। দিনে চৌদ্দবার বাথরুমে আসা-যাওয়া করবি।" মাঝরাতে এসব শোনার পর কোনো মানুষের মস্তিষ্ক স্বাভাবিক থাকার কথা নয়। আমারও ছিল না। কিন্তু হাসি পাচ্ছে খুব। খানিক আগে ওঠা রাগটা যেন গলে গেল। মেয়েটি হা করে ঘুমোয়। ঠোঁটের কোণ বেয়ে নেমে যাচ্ছে তরল। হেসে ফেললাম। কী নিষ্পাপ লাগছে ওকে! অথচ সে মোটেও নিষ্পাপ নয়। বরং চরম নিষ্ঠুর আর ভীষণ দুষ্টু। এর রূপ-যৌবনই নয়, আচার-আচরণ দিয়েও আমাকে পাগল করে ফেলবে একদিন!
তিড়িংবিড়িং গল্পটা খুবই মজার ছিল। শ্রুতির চঞ্চলতলা খুবই ভালো লেগেছে।শ্রুতি করা কাজে খুব হাসছি। পরিশেষে গল্পটা দারুন ছিল।নৌশি আপুর সব গল্পই খুব সুন্দর।সব গল্প আমার পড়া হয়নি তবে এই পর্যন্ত যত গল্প পড়ছি সবই অসাধারণ ছিল।🥰🥰
Read all reviews on the Boitoi app
দারুন সুন্দর গল্প।
সুন্দর হইসে সাথে ই বুক টা পরে হাসতে হাসতে শেষ 😊
ভালো লাগলো গল্পটা ❤️
একটু ছোট হয়ে গেলো না আপু? তবে এই ধরনের গল্প আমার ভালো লাগে❤️
সত্যি বলতে গল্পটা অসাধারণ হয়েছে আপু, গল্পটার নাম যেন তিড়িংবিড়িং দেওয়া টা স্বার্থক হয়েছে,, অনেক ভালো লেগেছে, শ্রতির রাগ অভিমান গুলোর মধ্যে আমি নিজেকে খুঁজে পেয়েছিলাম, হিমালয়ের ভালোবাসা মুগ্ধ করার মতো, কিন্তু বিয়ের পর ১ম ৫ টা বছর কোনো খোঁজ নেয় নি এটা খুব দুঃখজনক, এর জন্য হিমালয়কে আরো কঠিন শাস্তি দেওয়া লাগত 😁 শ্রুতির গুন্ডামি টাও কিন্তু বেশ লেগেছে, শ্রুতির পাল্লায় পড়ে বেচারা হিমালয়েরও তিড়িংবিড়িং শুরু হয়ে গেছে,, শ্রুতির শশুর বাড়ির বিষয় টাও অনেক ভালো লেগেছে, কিন্তু মায়ের বাড়ির বিষয় টা অনেক হাস্যকর লেগেছে, 🤣🤣 যাই হোক কখনো রিভিউ দেই নি তো তাই আর কি লিখব বুঝতে পারছি না, মোটকথা গল্পটা আমার অনেক ভালো লেগেছে 🥰😍 লেখিকা আপুকে এত্তো এত্তো ভালোবাসা আর নতুন বই এর জন্য শুভকামনা 🥰🥀 Fatema Tuz Noushi ভালোবাসা আপু,, 🥀❤️
এতো মজার একটা গল্প এবং ও অনেক সুন্দর একটা গল্প❤️
ছোট গল্প কিন্তু দারুণ 💛💛💛
"তিড়িংতিড়িং" গল্পটা সত্যি অসাধারণ একটা গল্প। কারো মন ভালো করার জন্য এই একটা ই-বুক ই যথেষ্ট। কারণ এই গল্পটা খুব ফানি আর ভালোবাসায় ভরপুর একটা গল্প। গল্পটা পড়ে আমি খুব হেঁসেছি। দারুণ লেগেছে নৌশি আপুর এই ই-বুক টা।
এতদিন আপু তোমার যতগুলো গল্প পড়েছি রহস্য , এই একটা গল্প হাসির পেলাম পড়ে খুব ভালো লাগলো, ছোট গল্প তবুও অসাধারণ হয়েছে।