স্বচ্ছ নামক ছেলেটি তার থেকে দুই বছরের বড়ো মেয়েটির প্রেমে পরেছে। সম্পর্কে মেয়েটি স্বচ্ছের বাবার ছোটো ভাই সম বন্ধুর ভাতিজি। মেয়েটির নাম আহিন। তার সাজগোছ, তার স্বভাব অন্যান্য মেয়েদের তুলনায় ভিন্ন। এই ভিন্নতা-ই স্বচ্ছকে ঘায়েল করেছে। গান খুব ভালোবাসে স্বচ্ছ। গানের শব্দগুচ্ছের ভীড়ে সবসময় আহিনকেই কল্পনা করে বেড়ায়। অন্যদিকে আহিন। বাবা ভক্ত, গম্ভীর স্বভাবের মেয়ে। স্বচ্ছের সাথে কখনো সুন্দর করে কথা বলেছে কী না সে নিয়ে স্বচ্ছের ভীষণ সন্দেহ। কথায় কথায় ছোটো-খাটো কান-মলা, চড়-থাপ্পড় খায়। কথার সুরও স্বচ্ছের বেলায় ভীষণ ধারালো থাকে। এ নিয়ে অবশ্য স্বচ্ছের কোনো অভিযোগ নেই। কথায় আছে না, "প্রেমে পরলে সবকিছু প্রেম প্রেম লাগে?" স্বচ্ছের বেলায়ও তাই হয়েছে। আর আহিন? আহিনের অনুভূতি জানতে হলে ই-বইটি পড়তে হবে। শেষ পর্যন্ত কী হবে? আহিন আদৌ লোক-সমাজকে পরোয়া না করে তার থেকে ছোটো বয়সের প্রেমিককে মেনে নিবে? সে কী পারবে বাবার সিদ্ধান্ত ছেড়ে স্বচ্ছ নামক বদ্ধ পাগল প্রেমিকের হাত ধরতে? নাকি বাবার সিদ্ধান্ত এবং সমাজের নীতি মেনে আহিন অন্ধকারে পা বাড়াবে?
অসাধারন ❤️
Read all reviews on the Boitoi app
দারুন একটা গল্প ছিল। দ্বিতীয় পরিচ্ছেদের অপেক্ষায় রইলাম।
একবসাতেই পড়ে শেষ করলাম বইটা। সুন্দর হয়েছে তবে সজলের বিয়ে না করার কারনটা দেখালে সুন্দর হত। স্বচ্ছকে আয়রার দেয়া বদদোয়াগুলো সুন্দর ছিল।আয়রার বদদোয়া কিন্তু কবুলও হয়েছিল ইশশশ যদি আয়রা তখন এটা বলে স্বচ্ছকে বদদোয়া করতো যে স্বচ্ছ ভাই তোমার যেন সিনিয়র আপুর সাথে বিয়ে হয় তাহলে হয়তো আহিনের বিয়েটা রেহানের সাথে না হয়ে স্বচ্ছর সাথেই হতো।আর নীলিমা মহিলাকে একদম ভালো লাগেনি ছেলেকে যদি এতই ভালবাসত তাহলে কেন স্বচ্ছকে মিথ্যে বললো। শেষে এসে অনেক খারাপ লেগেছে কারণ পড়তে বসার শুরুতেই ভেবেছিলাম স্বচ্ছ আর আহিন এক হবেই কিন্তু লেখিকা তা আর হতে দিল না।
সিনিয়র- জুনিয়র লাভ স্টোরিগুলো বলতে আমি অজ্ঞান। সেই জায়গায় এই অসভ্য স্বচ্ছ একদম মন ছুঁয়ে যাওয়া একটা চরিত্র। চমৎকার লেখনি।আমি লেখনশৈল সম্পর্কে কম জানি কিন্তু তোমার লেখনশৈল আমার অনেক পছন্দ। একদম মার্জিত, সাবলীলভাবে ফুটিয়ে তুলেছো ই-বুকটা🖤 "আমার কাছ থেকে আমার প্রাণবায়ু কেড়ে নেওয়া হচ্ছে মা। নিঃশ্বাস না নিলে বাঁচবো কী করে?" এই লাইনটা অনেক অনেক ভাল্লাগেছে🥺হায় স্বচ্ছ!! ই-বুকের প্রত্যকটি চরিত্র ছিল চমৎকার। তবে আয়রা কে আমার অনেক ভাল্লাগেছে😁 ভালোবাসা 🖤এত সুন্দর ই-বুক উপহার দেওয়া জন্য!
বইটা অনেক সুন্দর হয়েছে। সাধারণত আমি রিভিউ লিখতে পারি না। তাই রিভিউ দি না , অনুভুতি গুলা লিখে বুঝাইতে পারি না। জুনিয়র, সিনিয়র কাহিনী গুলা অনেক জোস লাগে। স্বচ্ছের উপর তো ক্রাশ খেয়ে বসে আছি।(কিন্তু আমার তো জামাই আছে)😐 অনেক অনেক ভালো লেগেছে বইটা। লেখা ও মার্জিত ছিল। যারা কোনো অশ্লীলতা ছাড়া রোমান্টিক বই পড়তে চাই তাদের জন্য '' প্রেম ছুঁয়েছে মন '' বইটা বেস্ট হবে। আমার ব্যাক্তিগত রেটিং ৮/১০🤗