চেতনার বিয়ে সংখ্যা যখন বেরুচ্ছে, সময়ের গায়ে তখন চাপা ক্ষোভ ও অসন্তোষের ক্ষত। বিজেপির নুপুর শর্মা আর নবিন জিন্দালের উদ্ধৃত অশোভ ও অশ্রাব্য বাক্যবাণে ক্ষত মুসলিম উম্মাহর হৃদয়। সৃষ্টির সেরা মহাকালের মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পুতঃপবিত্র চরিত্রে তারা এমন কালিমা লেপন করেছে, যা তৎকালীন আরবে তাঁর শত্রুরাও কল্পনা করে নি। এ প্রসঙ্গে আশরাফুল হকের আম্মাজান আয়িশা সিদ্দিকা রাজিয়াল্লাহু আনহার বিয়ে : একটি সহজ বিশ্লেষণ বিশেষভাবে পাঠযোগ্য। লেখক হাদিস ও সিরাত মন্থন করে এমন যুক্তি দেখিয়েছেন, যা বিশেষ বিচার্য। নানামাত্রিক একাধিক দৃষ্টিকোণের বিভিন্ন প্রবন্ধ-নিবন্ধ-মুক্তগদ্য-মতামত ও পঙ্ক্তিমালা নিয়ে চেতনার বিয়ে সংখ্যা এবং একই সাথে সূচনা সংখ্যা পাঠকের দৌড়গোড়ায় পৌঁছুচ্ছে। এই সংখ্যার লেখক প্রকাশক ও শুভানুধ্যায়ী সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। চেতনা শুদ্ধ চেতনার বিশুদ্ধ চিত্রায়ন চায়!