Published
March 6, 2023
Language
বাংলা
Pages
200
Published by
সফট স্কিল নিয়ে আলোচনার শেষ নেই। সফল ক্যারিয়ার গড়ার জন্য মহার্ঘ্য এ দক্ষতা যে খুবই দরকারি সে ব্যাপারে সবাই একমত। দেশে দেশে সফট স্কিল নিয়ে প্রশিক্ষণ, গবেষণা, পঠন-পাঠন শুরু হয়েছে জোরেশোরে। অনেক দেশে স্কুল-কলেজের পাঠক্রমেও অন্তর্ভুক্ত হয়েছে এটি। অথচ সফট স্কিল যে কী তা এখনও সিংহভাগ মানুষের কাছে স্পষ্ট নয়। ঠিক কীভাবে আয়ত্ত করতে হবে এ দক্ষতা, কোন ক্ষেত্রে কোনটি বেশি প্রয়োজন তা নিয়েও আছে বিভ্রান্তি। এমনই প্রেক্ষাপটে যোগাযোগ ও নেতৃত্ব বিষয়ে খ্যাতনামা বিশেষজ্ঞ পেগি ক্লাউস লিখেছেন 'দ্য হার্ড ট্রুথ অ্যাবাউট সফট স্কিলস: ওয়ার্কপ্লেস লেসনস স্মার্ট পিপল উইশ দে হ্যাড লার্নড সুনার' শিরোনামে সাড়া জাগানো এই বই। অসাধারণ এই বইয়ে পেগি ক্লাউস দেখিয়েছেন, যতটা না কারিগরি দক্ষতার কারণে, তার চেয়ে বেশি সামাজিক, যোগাযোগ এবং আত্ম-ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে ক্যারিয়ারে কাঙ্ক্ষিত গতি আনতে ব্যর্থ হয় মানুষ। আটটি অধ্যায়ে বিন্যস্ত বেস্ট সেলার বইটিতে একুশ শতকের প্রতিদ্বন্দ্বিতাময় কর্মক্ষেত্রে সফট স্কিল অর্জনের জন্য প্রয়োজনীয় উপকরণ ও কলাকৌশলের ওপর আলোকপাত করা হয়েছে। পেগি ক্লাউস তিন দশকের বেশি সময় ধরে বিশ্বখ্যাত অনেক প্রতিষ্ঠানের অসংখ্য পেশাজীবীকে প্রশিক্ষণ দিয়ে আসছেন পেগি ক্লাউস। ক্যারিয়ার শুরু করেছেন অভিনেত্রী ও ধ্রুপদী সঙ্গীতশিল্পী হিসেবে। লন্ডনের রয়্যাল একাডেমি অব মিউজিক অ্যান্ড দ্য ড্রামা স্টুডিও থেকে নাট্যকলা ও থিয়েটার বিষয়ে নিয়েছেন উচ্চতর ডিগ্রি। কাজ করেছেন ওয়ার্নার ব্রাদার্স, প্যারামাউন্ট স্টুডিও, এবিসি, সিবিএস, এনবিসিসহ যুক্তরাষ্ট্রের বিখ্যাত সব প্রচারমাধ্যমে প্রযোজক, পরিচালক ও মেধাবিকাশ প্রশিক্ষক হিসেবে। হার্ভার্ড, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া ও জর্জটাউন ইউনিভার্সিটির মতো নামী বিশ্ববিদ্যালয়ে পরিচালনা করেছেন প্রশিক্ষণ কোর্স। ২০০৮ সালে লিখেন সাড়া জাগানো বই 'দ্য হার্ড ট্রুথ অ্যাবাউট সফট স্কিলস: ওয়ার্কপ্লেস লেসনস স্মার্ট পিপল উইশ দে হ্যাড লার্নড সুনার'- তাঁর খ্যাতিকে যেটি ছড়িয়ে দেয় বিশ্বময়। অনুবাদক পরিচিতি মোস্তাক শরীফের জন্ম ফেনীতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় স্নাতকোত্তর । বর্তমানে একই বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। পিএইচডি করেছেন ২০১১ সালে, গ্রামীণ উন্নয়নে তথ্যসেবার ভূমিকা বিষয়ে। তিন দশক ধরে বিচরণ লেখালেখির ভুবনে। সম্পৃক্ত আছেন তথ্যপ্রযুক্তি সাংবাদিকতায়ও। মৌলিক উপন্যাস, অনুবাদ, ইতিহাসগ্রন্থ, শিশুতোষ রচনা, জীবনীগ্রন্থ—সব মিলিয়ে মোট বই ছাব্বিশটি। ২০২২ সালে সূচীপত্র থেকে প্রকাশিত হয়েছে স্টিভ চ্যান্ডলারের আত্ম-উন্নয়নমূলক বই ‘ওয়ান হান্ড্রেড ওয়েজ টু মোটিভেট ইওরসেলফ: চেঞ্জ ইওর লাইফ ফরএভার'-এর অনুবাদ ।