শিশু-বয়স থেকেই প্রতিটি মানুষের মেধা ও মননের বিকাশ ঘটতে শুরু করে। এ সময় তারা যা শুনে ও দেখে, তা-ই তাদের হৃদয়ের গহীনে অঙ্কিত হয়ে যায়। এ-জন্য তাদের দ্বীনী অনুভূতি সমৃদ্ধ করে তুলতে প্রয়োজন সঠিক পরিচর্যা। এ কাজে দ্বীনী কিতাবাদির ব্যাপক ভূমিকা রয়েছে। লেখাপড়া শুরু করার আগেই তারা গল্প শুনতে অভ্যস্ত হয়। আর এ-সব গল্প যদি হাদীসের ভান্ডার থেকে বলা হয়, তখন স্বভাবতই তাদের অন্তর সত্যাশ্রয়ী হয়ে ওঠে। ইতোপূর্বে আমরা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী এবং সাহাবায়ে কেরামের বিভিন্ন ঘটনাবলী নিয়ে এরকম আরও দুটি গল্প-সংকলন প্রকাশ করেছি। আর এ গ্রন্থটিতে সংকলন করা হয়েছে শিশুদের উপযোগী ও প্রয়োজনীয় ৩৬৫টি হাদীস। তাদের জন্য এখানে প্রতিদিনের একটি করে হাদীস লিপিবদ্ধ করা হয়েছে; যাতে সারাবছর জুড়েই তারা নবীজীর কথা ও আচরণ শিখতে পারে। এখানে হাদীসগুলো তুলে ধরা হয়েছে খুবই সহজ ও সাবলীল ভাষায়। এটি একটি ব্যতিক্রম গ্রন্থ, যা পুরো পরিবারকেই দ্বীনের দিকে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করতে সহায়তা করবে।