আমরা তো অনেক ওয়াজ-নসিহত শুনি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন উম্মাহর শ্রেষ্ঠ প্রজন্ম সাহাবায়ে কেরামের ওয়াজ-নসিহত কেমন ছিল? তাদের ওয়াজের বিষয়বস্তু কী হতো? কোন বিষয়গুলো প্রাধান্য পেত তাদের আলোচনায়? বইটি পড়লে আপনি হারিয়ে যাবেন সাহাবায়ে কেরামের মুবারক মজলিসে। আহরণ করতে পারবেন মূল্যবান সব মণিমুক্তা। বইটির রচনা ও বিন্যাসভংগি খুবই চমৎকার।