হজ ইসলামের একটি অন্যতম ভিত্তি। সুন্নাত অনুসারে সঠিক পদ্ধতিতে তা আদায় করা হলে সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে ইহকালীন এবং পরকালীন অফুরন্ত কল্যাণ ও সৌভাগ্য অর্জন করা যায়। তাছাড়া আল্লাহ তাআলা এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিশেষ নৈকট্যলাভেরও অন্যতম মাধ্যম এই হজ। প্রতিটি সামর্থবান মুসলিমের হজে গমনের পূর্বে এ সংক্রান্ত যাবতীয় আহকাম বা বিধিবিধান জানা অত্যন্ত জরুরী। এজন্য সহজবোধ্য ভাষায় এ গ্রন্থটি রচনা করা হয়েছে। এতে হজ ও উমরা পালনের প্রয়োজনীয় নিয়মাবলী ‘সহজ গাইড’ হিসেবে সহজবোধ্য ভাষায় তুলে ধরা হয়েছে। গ্রন্থটির সবিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এতে হজের বিভিন্ন আহকাম বর্ননার পাশাপাশি এ সংক্রান্ত হাদীসও উল্লেখ করা হয়েছে। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিদায় হজের ভাষণও সংযুক্ত করা হয়েছে যাতে হাজীগণ এর শিক্ষা থেকে উপকৃত হতে পারেন। আশা করি, গ্রন্থটি সব শ্রেণির পাঠকদের চাহিদা পূরণ করতে সক্ষম হবে।