স্নিগ্ধময় বিকালে ভালোবাসা হয়, জীবনের মোড় ঘুরে, নতুন করে জীবনে চলার পথ হয়। বিকাল যেমন ধীরে ধীরে রাতে পরিণত হয়, রাত তেমন ধীরে ধীরে সকালে পরিণত হয়। প্রতিটা বিকালই গিয়েও সকালের সাথে বন্ধুত্ব করে, ভালোবাসায়। বিকালের নরম আলো যেমন, ধীরে ধীরে কালো হয়, তেমনি আঁধার রাত ধীরে ধীরে আলোময় সকাল হয়। ঠিক জীবনের মতো। জীবনে যখন দুঃখ আসে, তা কখনও কখনও ধীরে ধীরে গভীর দুঃখে পরিণত হয়। কিন্তু বিকালের নরম রোদ যেমন ধীরে নিকষ কালো রাত হয়, তেমনি নিকষ কালো রাত, স্নিগ্ধ সকালে পরিণত হয়। গল্পের প্রতিটা চরিত্রে সুখ এসেছে, বিকালের নরম আলোর মতো, দুঃখও এসে তার গভীর থেকে গভীরতম হয়েছে কিন্তু সে গভীর রাত কেটে যেমন সকাল হয়, তেমনি গভীর দুঃখ কেটেও সুখ আসে। যেমনটা এসেছে শশী-রাযীন, শিহাব-রেনু, লিপি-সাজ্জাদের জীবনে। এ কারণেই গল্পের নাম "একদিন বিকালে সকাল হয়ে ছিলো"। জীবনে সুখ-দুঃখময় বিকাল আসলে সুখময় সকালও আসবে।
💝💝💝 অনেক অপেক্ষায় ছিলাম💝💝💝
Read all reviews on the Boitoi app