তোমার ভীষণ মায়াময় দুটি কৃষ্ণ চোখের দেশে, আমি হারিয়েছি পথ যা পাইনি খুঁজে শেষে। তোমার হাসি আলোড়িত বাতাসে যাখন যায় ভেসে, উত্তাল করে আমারে তা কর্ণকুহরে এসে। পড়ন্ত বিকেলে রক্তিম হয়ে যখন নীরবে বসে থাকো, কল্পনায় দেখি আমারে তুমি দুহাত বাড়ায়ে ডাকো। কেন যেন জেঁকে ধরে অনেক ভয়াল ভয়, জানি না তবুও বারেবারে কেন এমন হয়? কৃষ্ণবিবরের মতো তোমার ভালোবাসা কি শুষে নেয় কেউ? না- কি ভাসায়ে নেয় অচিন কোনো উজান নদীর ঢেউ? তোমারে নিয়ে কল্পলোকে আমার বিদ্রোহ বসবাস, দমকা হাওয়ায় না পাওয়ার সুর তাতে সঞ্চার করে ত্রাস। শুধু যদি একটি বার বলো, ‘তোমায় ভালোবাসি’ তাতেও রাজি বিসর্জনে শতবর্ষের হাসি...।