সংক্ষেপে জানতে চান ইসলামী ইতিহাসের আদ্যোপান্ত? তাহলে আপনার জন্যই এই বই। লেবাননের ইমাম আওযায়ি ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক ড. সুহাইল তাক্কুশের অনবদ্য সৃষ্টি ‘মুসলিম জাতীর ইতিহাস'। নবীযুগ পুর্বের আরবের ইতিহাস থেকে শুরু করে উসমানী খেলাফতের পতন পর্যন্ত পুরোটা সময়ের ধারাবাহিক ইতিহাস মাত্র দুটো খণ্ডে তিনি যে মুন্সিয়ানায় তুলে এনেছেন, তা রীতিমত বিস্মিত করবে আপনাকে।