এই তো কিছু দিন আগে তুরস্ক ও সিরিয়ায় এক ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এই দুর্ঘটনায় অসংখ্য মানুষ মারা গেছেন ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিঃসন্দেহে এতে আমাদের জন্য রয়েছে অনেক চিন্তা ও ফিকিরের বিষয়, আছে অনেক করণীয়। তো এই প্রাকৃতিক দুর্যোগে একজন মুমিনের করণীয় কী এবং এই দুর্যোগ থেকে শিক্ষণীয় কী আছে, তা জানা অতীব জরুরী মনে হচ্ছিল। সেই তাগিদ থেকেই তানযিমে ইসলামীর আমীর জনাব সুজাউদ্দীন শেখ সাহেবের এই বয়ানটি বাংলায় অনুবাদ করেছি। ছোট্ট এই পুস্তিকাটি আমাদেরকে সতর্ক করবে। রবের নাফরমানি থেকে ফিরে আসা ও ভুমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগে আমাদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করবে ইনশা আল্লাহ।
আলহামদুলিল্লাহ, ভালো একটি বই।
Read all reviews on the Boitoi app
Good for Life
মাশ আললাহ অনেক সুন্দর
মাশাআল্লাহ অনেক সুন্দর একটি বই ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন
Alhamdulillah khub Valo onubad koresen , Allah lekhon o onubadok 2 jon kei nek hayat Dan korun Amin
মাশ আল্লাহ
আলহামদুলিল্লাহ৷খুব ভালো বইটি৷বইটি পড়তে পেরে নিজেকে ধন্য মনে করছি৷ জাযাকুমুল্লাহ৷
Nice
সুন্দর বই
Free kord