বাংলাদেশের সমকালীন জাতীয় সংকট অনুসন্ধান এবং সেসবের সমাধানকল্পে বিদ্যমান চিন্তা, তত্ব ও বুদ্ধিবৃত্তিক প্রবণতার সার্বিক পর্যালোচনা করা পুনর্পাঠের লক্ষ্য। উদ্দেশ্য ১। সভ্য জাতি গঠনে উন্নত শিক্ষাব্যবস্থার সন্ধান এবং ব্যর্থ শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তোলা। ২। রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও বৈশ্বিক রাজনীতির গোলকধাঁধা থেকে উত্তরণের উপায় অনুসন্ধান। ৩। বাংলাদেশের রাজনৈতিক স্থিরতা, সামাজিক অগ্রগতি, এবং অর্থনৈতিক উন্নতির জন্যে চিন্তা ও গবেষণা করার মাধ্যমে বিদ্যমান সংকট বোঝা ও তার সমাধানের চেষ্টা করা। ৪। ক্লাসিক্যাল ইসলামী চিন্তা ও দর্শনের পুনর্পাঠ করা; এবং একই সাথে বিদ্যমান দার্শনিক ও সম্ভাবনা হাজির করা। ৫। বাঙালি তরুণদের চিন্তার পারস্পারিক বিনিময় ও বুদ্ধিবৃত্তিক যোগসূত্রকে আরও শক্তিশালী করা।
অসাধারণ
Read all reviews on the Boitoi app