'টুপভুজঙ্গ' নামটি একটু অপরিচিত হলেও এই শব্দটির সাথে মোটামুটি পৃথিবীর প্রতিটি মানুষি জড়িত। এর সহজ বাংলা অর্থ হচ্ছে নেশায় বিভোর থাকা। আমরা সকলেই কোনো না কোনো কাজ বা জিনিসের প্রতি আসক্ত । মনের অতল গহ্বরে লালন করি সেই আসক্তি মেটানোর বাসনা। ছোট কিংবা বড় সকলেই এই আসক্তির কালো থাবার কাছে বন্দী হয়ে আছি । একেকজন ছুটছি একেক ধরনের মোহের পেছনে। যা বিলীন করে দিচ্ছে আমাদের নিজেদের অস্তিত্বকে। কেউ ছুটছি অর্থবিত্ত ও সম্পদের পেছনে যা অর্জন করতে করতে আজরাইল আ: দরজায় কড়া নেড়ে বসে। কেউ আবার ছুটছি জায়গা জমির পেছনে । যা ক্রয় করতে পারলেও সেই জায়গার এক বিন্দু মাটিও ভাগ্যে জুটেনা অনেকের। কেউ ছুটছি বাড়ির পেছনে, সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে একটি বাড়ি তৈরির সোভাগ্য হলেও সেই বাড়ির বিছানায় এক সপ্তাহ বিশ্রাম নিতে পারার সুযোগ হয়না অনেকের । কেউ আবার ছুটছি ক্ষমতা অর্জনের পেছনে , নির্বাচনে জয়ী হয়েও ক্ষমতার মজা ভোগ করার আগে অক্কালাভ করেছে কতজন, তার কোন হিসেব নেই। কেউ ছুটছি একের পর এক ডিগ্রী অর্জনের পেছনে , দিন শেষে সার্টিফিকেটের ফাইলের ভাড় একটু বাড়লেও মৃত্যুর পর সেই ডিগ্রীর আর কোন মূল্য থাকেনা। পৃথিবীর মানুষ হয়তো আপনার সার্টিফিকেটের ভাড়ে আপনাকে একটু পাত্তা দিবে কিন্তু তাতে কবরের আযাবের ফেরেশতাদের কিছুই যায় আসে না। ঈমান আমল ঠিক না থাকলে তারা আপনাকে এক বিন্দু ছাড়ও দিবে না। কেউ আবার ছুটছি মাদকের পেছনে। যা আপনাকে ক্ষণিকের জন্য ঘোরে ডুবিয়ে রাখলেও ছিনিয়ে নিচ্ছে আপনাকে আপনার নিজ অস্তিত্ব থেকে । আপনার অজান্তেই সে আপনাকে বন্দী করছে মাদকের অদৃশ্য কারাগারে,যা আপনার এই সুন্দর জীবনটিকে দুনিয়াতেই জাহান্নামের স্বাদ ভোগ করাবে। কেউ ছুটছি হারামের পেছনে যা আমাদের জন্য চিরস্থায়ী জান্নাতের দুয়ার বন্ধ করে জাহান্নামের ভয়াবহ টগবগে আগুনে নিক্ষেপের জন্য যথেষ্ট । আবার কেউ ছুটছি আরামের পেছনে যা আমাদের দ্বীন থেকে দূরে ঠেলে চিরস্থায়ী জাহান্নামের দুয়ারে টেনে নিচ্ছে। টুপভুজঙ্গ বইটি মূলত ১৯ টি টপিক নিয়ে লেখা, যেসমস্ত কাজের নেশায় আমরা নিজেদের অজান্তেই ডুবে আছি। আশা করি এই বইটি আমাদেরকে টুপভুজঙ্গের কালো থাবা থেকে মুক্তি পেয়ে শুদ্ধ হতে একটু হলেও সহায়তা করবে ইনশাআল্লাহ্ ।