রামাদানের কিয়ামের "তারাবীহ" নামকরণ উমার (রা.)-এর সময় থেকেই প্রচলিত। রামাদানের কিয়ামুলাইলের জামা'আত দীর্ঘ সময় ধরে আদায় করা হতো, যা সাধারণত শেষ রাতে সাহরির সময়ে শেষ হতো। বর্তমান সময়ের হিসেবে রাত ৮/৯টা থেকে ৩/৪টা পর্যন্ত প্রায় ৬/৭ ঘণ্টা কিয়ামুলাইল আদায় করা হতো। ইমামগণ তিন-চার দিনে বা এক সপ্তাহে কুরআন খতম করতেন। কেউ কেউ রামাদানের কিয়ামুলাইলে দু-তিনবার কুরআন খতম করতেন। রুকু ও সিজদাও দীর্ঘ সময় ধরে আদায় করা হতো। এজন্য প্রতি চার রাকাআত পর কিছুক্ষণ বিশ্রামের নিয়ম চালু হয়। এ কারণেই রামাদানের কিয়ামুলাইলকে "সালাতুত তারাবীহ", অর্থাৎ বিশ্রামের বা শিথিলায়নের সালাত বলা হয়।
আলহামদুলিল্লাহ
Read all reviews on the Boitoi app
দল নিরপেক্ষ গবেষণার জন্য যদি আমি কাউকে কখনো পুরস্কার দেওয়ার সুযোগ পেতাম তাহলে নিঃসন্দেহে সেই প্রথম পুরস্কারের দাবিদার হিসেবে আমি ডাঃ খন্দকার আব্দুল্লাহ্ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ্ কে বেছে নিতাম।এই বইটাতে উনার এই দল নিরপেক্ষতার প্রভাব রয়েছে
অসাধারণ একটা বই, বইটি পড়তে পারেন।
আলহামদুলিল্লাহ। খুব সুন্দর 🙂🙂