কায়েস সাহেব বিশ মিনিট যাবত মনসুর আহমেদের চেম্বারের বাইরে বসে আছেন। তার সিরিয়াল নাম্বার নয়। পাঁচ নাম্বার রোগী ভিতরে আছে। আরো তিনজনের পর তার ডাক আসবে। কায়েস সাহেব লক্ষ্য করলেন মনসুর সাহেব বেশ সময় নিয়ে রোগী দেখে থাকেন। এখানে বেশির ভাগ রোগীই বয়স্ক মানুষ। তার কাছে মনে হলো বয়সের সাথে সাথে মানুষের মানসিক সমস্যা বাড়তে থাকে। অবশ্য এটার একটা কারণও থাকতে পারে।