সর্বশক্তিমান আল্লাহ খুঁটি ছাড়া আকাশ সৃষ্টি করেছেন, পিতা ছাড়া নবী ঈসার মত মহাপুরুষ পয়দা করেছেন, পয়গম্বর আদমের শরীর থেকে মহিলা হাওয়া সৃষ্টি করেছেন এবং মাটি দিয়ে প্রথম মানুষ সৃষ্টি করেছেন ও সকল জীবনের প্রাণ দিয়েছেন। যদি বানরের বংশ থেকে বিবর্তন ধারায় মানুষের জন্ম হয়েছে এমন কল্পিত ও মিথ্যাপূর্ণ তত্ত্বে বিশ্বাস করা হয়, তা হলে নাস্তিকতার ভিত্তি তৈরী হয় যা ইসলাম-বিদ্ধেষীতার অগ্নি-প্রবাহ জ্বালিয়ে রাখে বলে গবেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক লেখক এই গন্থে অনুপম, যুক্তিপূর্ণ, কৌতূহলোদ্দীপকও আকর্ষণীয় আলোচনার অবতাননা করেছেন।