হিন্দু পুরাণ রামায়ণের ‘অহল্যা’ উপাখ্যান হতে অহল্যাতি শব্দটি সংগৃহীত। অহল্যা হয়ে কেও পৃথিবীতে জন্মগ্রহণ করে না। পারিপার্শ্বিক সামাজিক নানা কারণে এ পেশায় কিছু নারী আসতে বাধ্য হয়। আবহমান কাল থেকেই নারীরা ছিল অবহেলিত, লাঞ্ছিত ও উপেক্ষিত। প্রেম হলো ভালোলাগার অনুভূতির বহিঃপ্রকাশ যা এক বা একাধিকবার নারী বা পুরুষের জীবনে আসতে পারে।