ছোট গল্প সম্পর্কে একটি যথার্থ উক্তি করেছেন প্রখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরী। তিনি বলেছেন, ছোটগল্প প্রথমে গল্প তারপর ছোট। জীবনের ব্যস্ততায় আগের মতো বড় বড় সাহিত্য পড়ার সময় সংকুচিত হয়ে এসেছে। কিন্তু মানুষ জীবনের কথা জানতে চায়, সাহিত্য পড়তে চায়। আধুনিক মানুষের উপযোগী করে ছোটগল্প ধারার আবির্ভাব। বিস্তৃত মানবজীবনকে দেখে বা উপলব্ধি করে লেখক যেসব বিচিত্র অনুভ‚তি লাভ করেন জীবন সংলগ্ন সে ঘটনাগুলো ছোটগল্পের বিষয় হয়ে ওঠে। মানব জাতি বাস করছে এক কঠিন যুগসন্ধিক্ষণে। যুদ্ধ ক্রমাগত মানব সভ্যতার সকল অর্জন গ্রাস করতে উদ্যত। যন্ত্রসভ্যতার দাসত্ব করতে গিয়ে হারিয়ে যাচ্ছে পরস্পরের প্রতি বিশ্বাস, সুকুমারবৃত্তি। মানুষ হয়ে পড়ছে প্রচন্ডভাবে অসহিষ্ণু। প্রাত্যহিক জীবনের বাস্তবতা, সম্পর্কের জটিলতা, প্রবল রাজনীতি বোধ ইত্যাদি মধ্যবিত্ত শ্রেণীর চেতনায় আবহমান কাল ধরে লালিত। সময়ের সেই বৈশিষ্ট্যে ছোট গল্পের ধারণা ক্রমাগত গড়ে উঠেছে। আমার গল্পগ্রন্থ ‘অপূর্ণ প্রত্যাশা’ হয়তো তার ব্যতিক্রম নয়। ‘অপূর্ণ প্রত্যাশা’ গল্পগ্রন্থে বিভিন্ন স্বাদের দশটি গল্প স্থান পেয়েছে। ঘটনার নিখুঁত সংমিশ্রণ কৌত‚হলী মনন এবং গভীর চিন্তা-ভাবনাকে পরিতৃপ্ত করবে আশা করি। পাঠক ও শুভানুধ্যায়ীরা ভুল- ত্রুটি মার্জনা সুন্দর দৃষ্টিতে গ্রহণ করলে সার্থক হবে আমার প্রয়াসটি।