".বর্তমান আমাদের যুব সমাজের একটা বড় অংশ রিলেশন নামক ব্যধিতে আক্রান্ত। অনেকেই আবার এই রিলেশনকে পবিত্র বলে আখ্যায়িত করছে। এটা কোন পবিত্র ভালোবাসা নয়; বরং তা একটি শয়তানের ধোঁকা। এই বইটিতে সেই বিষয়েই আলোচনা করা হয়েছে। 'প্রকৃত ভালোবাসার সন্ধানে' বইটির বিশেষ বৈশিষ্ট হচ্ছে এটাতে শুধু হারাম রিলেশন সম্পর্কেই সচেতন করা হয়নি; বরং এই বইয়ে পরিচিত করা হয়েছে হারাম রিলেশন কি? পবিত্র ভালোবাসা কোনটি? এই ধোঁকা থেকে বেঁচে থাকতে নিজের দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব সহজ ভাবে বুঝিয়ে বলা হয়েছে। তাই এই বই শুধু যুবকদের জন্যেই নয় বরং অভিভাবকদেরকেও এই বইটি সমানভাবে উপকৃত করবে এবং তাদের দায়িত্ব বুঝিয়ে দিবে। এই বইয়ে আমরা শিখতে পারবো কিভাবে আমরা হারাম রিলেশন থেকে বেঁচে থাকতে পারি। যারা রিলেশনে যুক্ত আছি তারা কিভাবে এই ধোঁকার ফাঁদ কেটে বের হতে পারি। আমরা আরো জানবো হারাম রিলেশনের ক্ষতিকরদিক সমূহ। কিভাবে এই অপবিত্র সম্পর্ক আমাদের সমাজকে ভিতর থেকে ঘুঁণে ধরা পোকার মতো নষ্ট করে দিচ্ছে। সর্বশেষ আমরা সন্ধান পাবো প্রকৃত ভালোবাসার। যা আমাদের হৃদয়কে প্রশান্ত করে দিবে ইনশাআল্লাহ।"