একটা বিশাল বটগাছ। যার লতাগুলা এতোই বড়,পুরো আধাকিলো দূরে চলে গেছে। বটগাছের উপর সূর্য। যার আলো গাছের পাতার ওপাড়ে আটকে আছে। গাছের চারপাশে ঘনজঙ্গল ( ঝোপঝাড়) । কোনদিকে যাওয়া যাবে,সেটির কোনো চিহ্ন নেই। সঠিক রাস্তার কোনো ইঙ্গিত বুঝা যায়না। রিয়াজের মুখে রক্তের ফোটা। যেনো কোনো জ্যান্ত মানুষ চিবিয়ে খেয়ে এসেছে। পাগলের মতো রিয়াজ পায়চারি করছে,কোনদিকে যাবে সে। ডানে নাকি বামে।কোনো উপায় না পেয়ে,রিয়াজ গাছের নিচেই বসে পড়লো। আচমকা রিয়াজ দেখে,সূর্যটা উধাও হয়ে গেছে। আকাশে একটি বড় চাঁদ।চারপাশে চাঁদের আলো।নিমিষেই কিভাবে রাত হয়ে গেলো। রিয়াজ লাফ মেরে বসা থেকে উঠে। তখনি কিছু কালো অবয়ব বটগাছ থেকে নামছে। গাছের উপর অনেকগুলো কালো অবয়ব। সবার দেহ কালো ধোয়ার মতো। গাছের লতায় লতায় তারা উপস্থিত। রিয়াজ সেদিকটা দেখতে দেখতে,আচমকা কেও রিয়াজের পা ধরে ফেলে। রিয়াজ নিচে তাকিয়ে দেখে,জঙ্গল ( ঝোপঝাড়) থেকে একটা লম্বা হাত বেরিয়ে এসেছে।এসে সোজা রিয়াজের পা ধরলো। এতো লম্বা হাত দেখে, রিয়াজ ভয়ে সেই হাতটাকে অন্য পা দিয়ে লাথি মেরে দিলো। তখন রিয়াজের চারপাশ থেকে কয়েকটি কালো হাত বের হয়ে আসে। সবগুলা হাত কালো ধোয়ার মত। রিয়াজ নিজেকে বাঁচাতে গিয়ে মাটিতে পড়ে যায়। হাতগুলা রিয়াজের পুরো শরীরের পেছিয়ে যাচ্ছে। একটা হাত এসে রিয়াজের মুখ চেপে ধরে। যেনো অনেকগুলা সাপ রিয়াজকে ঢেকে ফেলতেছে। রিয়াজ কোনোভাবে একটা হাত ছাড়িয়ে সামনের দিকে বাড়ায়,আর জোরে বলে উঠে,"..... বাঁচাও...."।
রিয়াজ ভাইয়ের গল্প গুলো যখনই পরি মনে হয় আমি গল্পের মধ্যে আমার সামনেই সব কিছু ঘটছে 🥺🥺
Read all reviews on the Boitoi app
রুপার জন্য কেন জানি খারাপ লাগতেছে 😔😔 কিন্তু গল্পটা এককথায় অসাধারণ খুব ভালো লেগেছে 😊😊
Best
দারুন হয়েছে গলপো টি
Golpota motamoti valo tobe expectation aro besi chilo.
Literally eta porte porte koto bar je goosebumps hoise🙂❤️ Extraordinary bro❤️❤️❤️
Best chilo golpota🥰
ভালো কিন্তু আরেকটু ভাল হতে পারত, অন্যান্য গল্পের মত
Best 🙂
❤❤❤