অমুসলিমদের কাজ হলো ইসলামে খুঁত বের করা, ইসলামের দোষ ধরা, ইসলামের বদনাম ছড়ানো। তারা ইসলামের বিধিবিধানের ওপর কতগুলো অভিযোগ ও আপত্তি দাঁড় করিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে যেমন নিজেদের মধ্যে, তেমনি প্রশ্নগুলো ছড়িয়ে দিয়েছে মুসলমানদেরও মাঝে। ফলে ‘ইসলাম না-জানা’ এক শ্রেণির মুসলমান বিভ্রান্তির শিকার হচ্ছে। ইসলামবৈরী কিংবা ইসলামবিদ্বেষী কতক ‘মুসলমান’ও অমুসলিমদের সুরে সুর মিলিয়ে বলতে চেষ্টা করছে, হাঁ; কথা তো ঠিকই; ইসলামের এই বিধানটা তো সঠিক নয় ইত্যাদি। অমুসলিমদের সেসব প্রশ্ন ও অভিযোগের বস্তুনিষ্ঠ ও যুক্তিগ্রাহ্য জবাব দিয়েছেন উপমহাদেশের আলেমকুল শিরোমণি হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবি (রহ.)। আমরা তাঁর সেই সংকলিত জবাবগুলো অনুবাদ করে বাংলাভাষী পাঠকদের সামনে উপস্থাপন করলাম। মানবজাতির হেদায়েতই আমাদের কাম্য। আল্লাহ কবুল করুন। আমীন।