'বেহেশতী যেওর'-এ হজরত মাওলানা আশরাফ আলী থানবি (রহ.) লিখেছেন, 'যদি কারও ওপর জিনের আক্রমণের সন্দেহ দেখা দেয়, তা হলে এই (মনযিলের) আয়াতগুলো লিখে রোগীর গলায় ঝুলিয়ে দিন এবং পানিতে ফুঁ দিয়ে রোগীর গায়ে ছিটিয়ে দিন। আর জিন যদি ঘরের ওপর আছর করে, আয়াতগুলো পড়ে পানিতে ফুঁ দিয়ে ঘরের চার কোনায় ছিটিয়ে দিন।'