রমাদান ইবাদতের মাস, সিয়াম-কিয়ামের মাস, শুদ্ধি অর্জনের মাস। এই মাসেই কুরআন নাযিল হয়েছে, এই মাসেই সত্য-মিথ্যার সর্বপ্রথম যুদ্ধ বদর সংঘটিত হয়। মূলত রমাদান আল্লাহর মারিফাত হাসিলের এক সুবর্ণ সুযোগ। রমাদানের হক সঠিকভাবে আদায় করতে এ-সংশ্লিষ্ট বিধিবিধান জানা একান্ত জরুরি। বিভিন্ন মাসআলা মাসায়িল জানা গুরুত্বপূর্ণ। রামাদানের দিনগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে ও উপযুক্ত লক্ষ্য অর্জনে আত্মশুদ্ধি ও বিভিন্ন মাসআলা-সংবলিত বইয়ের কোনো বিকল্প নেই। রমাদান ও সিয়ামের বিভিন্ন ফিকহি বিধিবিধান জানতে সংগ্রহ করে ফেলুন 'রমাদান : জিজ্ঞাসা ও জবাব' বইটি।