রোজা কীভাবে কাটাবেন? কীভাবে হবে আপনার রোজা বরকতময়? জানুন! আমাদের পরম সৌভাগ্য যে, আমরা আরও একটি পবিত্র রমজান মাস পেয়েছি। আল্লাহর কাছে নিজেদের প্রিয় করে তোলার জন্য বিশেষ এই মাস আমাদের ইবাদত বন্দেগিতে কাটছে, আলহামদুলিল্লাহ। পবিত্র এই মাসে আমাদের ইবাদতের জন্য প্রয়োজন রমজান বিষয়ক গুরুত্বপূর্ণ বই, যা পড়ে একদিকে যেমন ইবাদতে প্রশান্তি আসবে, তেমনই রমজানের ইবাদতের অনেক নিয়মকানুন, ফজিলত ও বরকতও জানতে পারব। উপমহাদের বিখ্যাত আলেম মাওলানা মানজুর নোমানী রাহি.-এর লিখিত ‘বরকতময় রমজান’ হোক আমাদের এবারের রমজানের নিয়মিত পাঠ্য।