জানার সবচাইতে বড় মাধ্যম ভ্রমণ। আর সহজ মাধ্যম বই। বই পড়ে জানা যায়। ভ্রমণ করে অভিজ্ঞতা নেওয়া যায়। মাহমুদা রহমান ভ্রমণ করেছেন। আর সেই অভিজ্ঞতাগুলো ছবির মতো করে এঁকে দিয়েছেন বইতে। পাঠকের হাতে তুলে দিয়েছেন সহজ মাধ্যমটি। পড়তে শুরু করলে ভালো লাগবে। তার লেখনি শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে আপনাকে।