প্রতি দিনের সকল দোয়া-কালাম বিশুদ্ধভাবে জানতে চান? দোয়ার ক্লাসিক সংকলন সম্পর্কে জানুন ও সংগ্রহ করুন! একজন মুসলিম হিসেবে আমাদের জীবনে চলতে ফিরতে সবসময়, সব মুহূর্তে আমরা আল্লাহকে অনুভব করি মনে-প্রাণে। আমাদের সুখে-দুঃখে জীবনের পরতে পরতে আল্লাহকে অনুভব করি, স্মরণ করি, তার অনুগ্রহ প্রার্থনা করি দোয়ার মাধ্যমে। কেমন হয়, যদি বিশ্ববিখ্যাত একটি দোয়ার বই আমাদের জীবনের অনুষঙ্গ হয়ে থাকে প্রার্থনার জন্য! হিসনে হাসিন এমনই এক বই, যেখানে সংকলিত করা হয়েছে শত শত দোয়া ও জিকির। হিসনে হাসিন’ শোয়া থেকে মৃত্যু পর্যন্ত, জাগ্রত হওয়া থেকে শোয়া পর্যন্ত—সর্বাবস্থায় জীবনের সকল কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দোয়া, জিকির ও নির্দেশনার সংকলন; সঙ্গে যোগ করা হয়েছে গুরুত্বপূর্ণ টীকা, প্রয়োজনীয় আরও আলোচনা। আল্লাহ তাআলার আশ্রয় গ্রহণের মাধ্যম হল মসনুন দোয়া ও আজকার। ইমাম জাযারি রহ. এ জন্যই কিতাবের নাম দিয়েছেন হিসনে হাসিন বা সুরক্ষিত দুর্গ-এ দুর্গে আশ্রয় নিয়েই ঈমানদার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। গুরুত্বপূর্ণ এই দোয়ার বইটি হোক, আমাদের সারাজীবনের সঙ্গী।