আল্লাহই সৃষ্টি করেছেন সপ্তাকাশ এবং তাদের অনুরূপ অসংখ্য জমিন। উভয়ের মাঝখানে তাঁর নির্দেশ জারি হয়, যাতে তোমরা বুঝতে পারো যে, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং তাঁর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছে। [সুরা তালাক্ব, আয়াত-১২] আল্লাহ সার্বভৌম কর্তৃত্বের অধিকারী একচ্ছত্র শাসক। তিনি নিজের ইচ্ছানুযায়ী যে কোন হুকুম দেয়ার পূর্ণ ইখতিয়ার রাখেন। তাঁর বিধানের ব্যাপারে আপত্তি জানানোর অধিকার কোন মানুষের নেই। তাঁর সমস্ত বিধান জ্ঞান, প্রজ্ঞা, যুক্তি, ন্যায়নীতি ও কল্যাণের ভিত্তিতেই প্রতিষ্ঠিত। তিনি যেটাকে হালাল বলেছেন তা হালাল আর যেটাকে হারাম বলেছেন তা হারাম। তা মেনে নেয়াই কল্যাণ। কুরআনুল কারিমে বলা হয়েছে, 'নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা আদেশ করেন।' [সুরা মায়েদা, আয়াত-১]