আর কতকাল পথ ভুল করে ভুল রাস্তায় হেঁটে বেড়াবে উদ্ভান্তের মতো? আর কতকাল? তার চেয়ে বরং এসো খোলা জানালায়৷ এক ঝলক ঠান্ডা বাতাস এসে শীতল পরশ বুলিয়ে দেবে। কোসার স্নিগ্ধ মুখটাতে৷ বাইরে চেয়ে দেখো ঝকঝকে রোদে ভেসে যাচ্ছে চারিদিক, উঠোনকোণের পেয়ারা গাছটার পাতার আড়ালে মিষ্টি সুরে গান গেয়ে যাচ্ছে বুলবুলি, দূরের ঐ নীল আকাশে ডানা মেলেছে সোনালি ডানার চিল; হাতছানি দিয়ে ডাকছে তোমায়, যেন তুমি বেরিয়ে পড়ো মুক্ত বাতাসের খোঁজে...
Good book
Read all reviews on the Boitoi app
ভাই আমার, আপনি যদি পর্ণ অ্যাডিক্ট হয়ে থাকেন... লেখাটা পড়বেন। প্লিজ আমার কথাটা শোনেন। আপনার জীবনটা এত সস্তা না ভাই। জীবনটাকে এইভাবে ধ্বংস করে ফেলবেন না। শোনেন, যত কষ্ট করেই হোক না কেন, আপনি এই বইটা পড়ে ফেলুন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত। একটা অক্ষর ও বাদ দিবেন না। যত সময় লাগে, লাগুক। আপনার পুরো জীবনটাই বদলে যাবে ভাই, আমার মতো করে। বিশ্বাস করুন, আপনার কাছে এই পৃথিবীটাই পাল্টে যাবে। নিজেকে অন্যরকমভাবে আবিষ্কার করবেন। জীবনটা এত সুন্দর হয়ে যাবে, কল্পনা করতে পারবেন না। এই পর্ণ জিনিসটা যে আসলে কতটা ভয়াবহ, বইটা না পড়লে বুঝতে পারবেন না। এটা থেকে বের হয়ে আসলে আপনার জীবনটাই পাল্টে যাবে ভাই, বিশ্বাস করেন! সত্যি বলছি। ভাই আমার, নিজেকে প্রশ্ন করুন তো... ঠিক আর কতটা নিচে নামলে আপনার নিচে নামা শেষ হবে? এখনো কি সময় হয়নি ভাই, জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেয়ার?
শুধু যুব সমাজ অথবা টিনএজার দের জন্য না। বইটি বর্তমান প্রেক্ষাপটে বুড়ো থেকে শুরু করে ৮/১০বছরের ছোকরাদেরও পড়া উচিত।
মাস্ট রিড
এক কথায় সেরা বই।
চারদিক ঘন নীল অন্ধকারে ছেয়ে গেছে। এক নীরব মহামারি ছড়িয়ে পড়েছে চারপাশে। আমরা অনেকেই হয়তোবা এতে আক্রান্ত। কেউ টের পেয়েছি, কেউবা পাইনি। এই মহামারির কবলে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এর প্রকোপে আমরা কেমন যেন অসহায় হয়ে পড়েছি। নীল অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে গেছে আমাদেরই প্রজন্মের একটা অংশ। অনেকে পুরোপুরি তলিয়ে না গেলেও হাবুডুবু খাচ্ছে। মুক্তির জন্য অনেকের করুণ আর্তনাদ শোনা যায়। চরম যৌনায়িত এ সমাজে পর্ণোগ্রাফির কড়াল গ্রাস থেকে মুক্তি পাবার ও নিরাপদে থাকার দিক-নির্দেশনা হিসেবে এই বইটি আমার কাছে ভ্যাক্সিনের মত মনে হয়েছে। হতে পারে আপনি, আমি এখনও এই মহামারির কবলে পড়িনি। তবে ভ্যাক্সিন কিন্তু আক্রান্ত, অনাক্রান্ত সকলকেই নিতে হয়। বাস্তবতার নিরিখে পর্ণোগ্রাফি ও হস্তমৈথুন আসক্তির ভয়াবহতা একেবারে গা শিউরে ওঠার মতো। তাই আসক্ত অথবা অনাসক্ত সবারই উচিত এইসব বিষয়ে বিশদ জ্ঞান রাখা। কেননা ভুল কিছু হয়ে গেলে সেটার জন্য সবাই দোষারোপ তো করতে পারে; কিন্তু সময় থাকতে চোখে আঙুল দিয়ে কেউ দেখিয়ে দেয় না। আমি যখন এই বইটা পড়ছিলাম তখন আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে উদ্দেশ্য করেই কথা বলছে, আমাকে সাবধান করছে। আর আমরা যুবসমাজ এগুলোর কাছে কেমন যেন অসহায়। কারণ এই সমাজটাই চরমভাবে যৌনায়িত। এসব নিয়ে খোলামেলা কথা বলা হয় না কিংবা খুব সচেতনভাবে এড়িয়ে যাওয়া হয়। তাছাড়া পাশ্চাত্যের অনুসরণে গড়ে তোলা আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাক্রমে “ট্যাবু ভাঙা”র নামে যতটুকু আলোচনা করা হয় সেটুকু আমাদের সচেতন তো করেই না বরং যৌনতাকে আরো উসকে দেয়। নীল অন্ধকারে অদৃশ্য হতে থাকা আমাদেরই ভাইদেরকে মুক্ত বাতাসের খোঁজ দেওয়ার প্রচেষ্টার জন্য লস্ট মডেস্টির কী-বোর্ডওয়ালাদেরকে সাধুবাদ তো দিতেই হয়। আল্লাহ তাদের প্রচেষ্টায় বরকত দান করুন। এই বইটার পিডিএফ ভার্সন সবার জন্য উন্মুক্ত। কেউ চাইলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে পড়তে পারেন। শেষে একটা কথাই বলতে চাই। দিন যত গড়াচ্ছে মানুষের সুস্থভাবে জীবনধারণও কঠিন হয়ে যাচ্ছে। আমরা আজ শারীরিক, মানসিক- উভয় দিক থেকেই অসুস্থ। টাকা-পয়সা, বিত্ত-বৈভবের কোনো অভাব হয়ত একসময় থাকবে না; কিন্তু আমাদের অদূরদর্শীতার কারণে প্রকৃত সুখী জীবন লাভের সক্ষমতাটাই অধরা থেকে যাবে। তাই আমরা এখন থেকেই যদি সচেতন না হই তবে ভবিষ্যতে আক্ষেপের কোনো সীমা থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।