কোন রাতগুলোতে আল্লাহ থাকেন খুব কাছে, জানেন তো? জানেন তো, কোন রাতগুলো বড় মহিমাময়? আমাদের জীবন থেকে নিত্যই রৌদ্রজ্জ্বল দিন হারিয়ে যাচ্ছে, আঁধারে ঢাকা রাত হারিয়ে যাচ্ছে, অথচ আমরা বেখবর! আমরা খুজে দেখছি না কোনো বরকত ও ফজিলতের রাত! আমাদের ইবাদতে যেন নিমগ্নতা আর নেই! ফজিলতের রাতসমূহ এমনই এক বই, এমনই এক রিমাইন্ডার, যা আমাদের পুরো বছরের ক্যালেন্ডারকে সামনে রেখে সিলেক্ট করে দিবে পূণ্যময় রজনীগুলোকে। যেন আমরা আল্লাহর আরও নিকটবর্তী হতে পারি। পবিত্র রাতগুলোতে ইবাদতে নিজেকে আরও বেশি সঁপে দিতে পারি। অল্পদিনের এই ব্যস্ততম পৃথিবীতে কিছু রাতে যদি একান্তই স্রষ্টার দরবারে নিজেকে বিলীন না করতে পারি, তবে মিছে এই জীবনের কী আর দাম থাকল!