বর্তমান বিশ্বব্যবস্থায় গণচীন অন্যতম একটি পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান। এ দেশটি সম্পর্কে জানার কৌতূহল বাঙালি সমাজে বহুদিনের। দেশটির উন্নয়ন, সমাজ, সংস্কৃতি, রাজনৈতিক ব্যবস্থাসহ নানা বিষয় নিয়ে রয়েছে নানা ধরনের প্রচার, মিথ বা কল্পকাহিনী। ভ্রমণ কাহিনীর পাশাপাশি এসব বিষয়ে কিঞ্চিৎ ধারণা দেয়ার চেষ্টা রয়েছে বইটিতে।