রুপা তার বাবা-মার সামনে বসে আছে। মুখশ্রীতে অপরাধবোধ স্পষ্ট। সমস্ত ঘর জুড়ে নীরবতা বিরাজ করছে। সেই নীরবতা ভেঙে রুপার বাবা গম্ভীর কণ্ঠে বললেন, “শেফার মতো তুইও অপরাধী হলি? কেন এরকম করলি? শেফা তো বলেনি কেন সুজনকে মেরেছে। তুই অন্তত বল, তুই এমন ঘটনা কেন ঘটালি?”
ভালোবাসা যে সবসময় আমাদের সঠিক শিক্ষা দিবে সেটা না কখনো কখনো অতিরিক্ত ভালোবাসা আমাদের সবার জীবনেই কাল হয়ে দাড়াই এই অন্ধ ভালোবাসা কখনোই কারো জন্য মঙ্গল এনে দেই না অবশেষে বলবো বইটি সুন্দর ছিলো ✅
Read all reviews on the Boitoi app
👍👍
গল্প টা আর ও বড় করলে ভালো লাগতো
খুব ভালো হয়েছে
জীবনে ভুল গুলো না চেনার ফল।পরকালের যে জবাবদিহীতা সেই জ্ঞান না থাকার ফল।একটা মানুষের ভুল সিন্ধান্ত একটা ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ বড় ধরণের ক্ষতি হয়। মেয়ে,বাবা,স্বামী,বন্ধু যারাই ছিল প্রত্যেকে দিন সঠিক ইসলামীক জ্ঞান ও বিবেক দিয়ে সিন্ধান্ত নিতো তবে এই রুপ বিষাদ ঘটনা দেখতে হতো না।গল্পটি আমাদের জীবনের বাস্তব চিত্র।আসুন ইসলামিক জ্ঞান অর্জন করি সেই অনুযায়ী জীবন গঠন করি।।
ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়।💔