জগতের সবচেয়ে বড় জ্ঞান আল্লাহকে জানা, তাঁর মারিফাত অর্জন করা। আল্লাহর মারিফাত তখনই হাসিল হবে যখন বান্দা আল্লাহর নাম ও গুণাবলি সম্পর্কে জানতে পারবে, ধারণ করবে। এক কথায় তাওহিদকে ধারণ ও উপলব্ধি করাই মারিফাতের প্রকৃত সারকথা। আল্লাহর পবিত্র নাম ও গুণাবলির হাকিকত উপলব্ধি ছাড়া আল্লাহকে চেনা, তাঁর তাওহিদকে উপলব্ধি ও ধারণ করা কখনো সম্ভব নয়। সবচেয়ে উপকারী ও সম্মানীয় জ্ঞান আল্লাহর নাম ও সিফাতের জ্ঞান। আর আল্লাহর নাম ও সিফাত সম্পর্কে জানতে গেলে ওহির ইলম ছাড়া বিকল্প কিছু নেই। যুক্তিলব্ধ কোনো জ্ঞান এর সুরাহা করতে অপারগ। আল্লাহর সঠিক পরিচয় আম্বিয়া আলাইহিমুস সালামের কাছ থেকেই জানতে হবে। নির্ভুল ওয়াহির কাছে নিজেকে সমর্পণ করতে হবে। এ ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। মহান আল্লাহর পবিত্র নামসংবলিত এ বইটি মূলত শাইখ আবদুর রহমান ইবনু নাসির আস-সাদির ‘তাইসিরুল কারিমির রাহমান ফি তাফসিরি কালামিল মান্নান’ নামক তাফসিরগ্রন্থ থেকে নেয়া হয়েছে। আল্লাহ আমাদের তাঁর মারিফাতের হাকিকত অর্থাৎ তাওহিদ নসিব করেন, ইলমকে আমলে পরিণত করার তাওফিক দেন।