"শুনছ, প্রিয়?" "হুম!" "উঠবে না? "উহুম।" "কেন?" "সারাবাত জেগে বউকে দেখেছি, ঘুম হয়নি।" "দেখলে কেন? " "আমার বউ দেখার মতোই তাই।" আলো লজ্জা পেয়ে অন্য দিকে মুখ ঘুরিয়ে হাসল। রোদ আলোর কোলে মাথা রেখে চোখ বন্ধ করে ঘুম ঘুম কন্ঠে বলল, "জানো? তোমার গলার ভাঁজটা মারাত্মক দুষ্টু, আমাকে সারারাত খুব জ্বালিয়েছে। আর তোমার ঠোঁট দু'টোর মতো অসভ্য ঠোঁট আমি কোথাও দেখিনি। গাল দু'টোও এতটাই খারাপ, যে কামড়ে খেতে ফেলতে ইচ্ছে করছিল। নেহাৎ আমি ভালো ছেলে তাই চুপিসারে শুধু তোমার ঠোঁটে ঠোঁট ছুঁইয়েছি। তাছাড়া আর কিচ্ছু করিনি, প্রমিস।" রোদের মুখে এসব শুনে আলোর লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আলোকে নিশ্চুপ দেখে রোদ চোখ খুলতে যাবে, তখন আলো রোদের চোখ দু'টো হাত দিয়ে ঢেকে বলল, "এই চোখে আমি আমার সর্বনাশ দেখতে পারছি। প্লিজ, তাকাবে না।"
অনেক অনেক বেশি সুন্দর হইছে। দোয়া রইলো আরো ভালো ভালো লেখা উপহার দেওয়া 🥰❤
Read all reviews on the Boitoi app
গল্পটি এতোটাই ভালো লেগেছে যা বলার মতো না। ২০২৪ এ এসে কেউ তার প্রিয় মানুষের জন্য এত্তো লড়াই করতে পাড়ে আমার জানা ছিলো না। নায়িকা আলো যেভাবে তার বেকার নায়ককে পেতে নিজের প্রিয় চুল কাটা & কতো কষ্ট সহ্য করেছে যা বলে বুঝানো সম্ভব না, আর নায়ক রোদ নিজের বাপের থেকে কোন সাহায্য ছাড়াই যে, এত্তো কষ্ট করে বিসিএস টিকেও টিকলো না ১ম এ এতে খুব খারাপ লাগলেও পরে টিকার পর খুব ভালো লেগেছিলো। ম্যাচ বাড়িওয়ালার ছেলে রাজনীতিবিদ ফারহানের মতো আমাদের আশেপাশে এমন অনেক খারাপ ব্যক্তি আছে, তাদের যদি গল্পের মতো ধরা যেতে তাহলে পৃথিবী এত্তো খারাপ অবস্থানে থাকতো না। মিশুর মতো কলিজার বান্ধবীও সকলের থাকে না, আবার যাদের থাকে তারা সত্যই খুব ভাগ্যবান/ভাগ্যবতী।
আসসালামু আলাইকুম আপু। গল্পটা সম্পর্কে বলতে গেলে এককথায় অসাধারণ একটা গল্প। তোমার লেখনী মাশাআল্লাহ চমৎকার একদম মন ছুঁয়ে যায়। অনেক অনেক শুকরিয়া লেখিকা এতো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য। ইসরাত জাহান 🥰
মনোহরণী" নামটা শুনলেই হৃদয়ে এক অন্যরকম ভালোলাগা দোলা দেয়। প্রথমেই ফুলের ওপর এসে বসা ভ্রমরদের সাথে আপন মনে কথা বলতে থাকা চমৎকার একটা মেয়ে পুরুষালী কন্ঠে অপ্রত্যাশিত বাক্য শুনে চমকে পেছনে ঘোরে,,,,,, ( যে কিনা বিয়ের অনুষ্ঠানে এসেছে) "এ্যাই মেয়ে, কান ধরো।" মেয়েটি অবাক, হতবাক, বিস্মিত এবং ভীত হয়ে গেল। কারন জানতে চেয়ে আরো অবাক ছেলেটি কিভাবে তার মনের কথা বুঝতে পেরেছে,,,,,, মেয়েটি আলো এবং ছেলেটি রোদ😍 কৌশলে রোদ মন্ত্র পড়ার নাম করে বিভিন্ন দেশের ভাষায় আলোকে দিয়ে বারবার "ভালোবাসি" কথাটা বলায়। কারন প্রথম দেখাতেই আলো রোদের মন হরন করেছে🙈 মেঘ এর সম্পর্কে কিছু বলার অপেক্ষা রাখে না সে যেন গল্পের এক অবিচ্ছেদ্য অংশ ❤️❤️ সময়ের পরিবর্তনে কিছু কারণে রোদের বাবা রোদকে বাড়ি থেকে বের করে দেয়,🥺 ততক্ষণে আলো রোদকে একটু একটু করে ভালোবেসে ফেলেছে 🥹❤️🩹 সে মাননে নারাজ যে রোদ এ অন্যায় করেছে। গল্পে ফুটে উঠেছে কিছু রহস্যময় গোয়েন্দা ভিত্তিক কাহিনী ☺️ এছাড়াও বেকারত্ব যে একটা ছেলের জীবনে কতটা অভিশাপ সেটাও ফুটে উঠেছে গল্পটা ভালোবাসার এক অপূর্ব দৃষ্টান্ত। শত কষ্টের মধ্যে থেকেও একে অপরকে ভালো রাখার সে কি প্রয়াস। রোদের জন্য বিভিন্ন কিছু করার কারনে বকা খাওয়ার পরেও আবার তাই করা (বিভিন্ন উপহার +খাবার দেওয়া) নিজের শখের জিনিস বিসর্জন 🥺 আহ! কি হৃদয় ছোঁয়ানো❤️ অবশেষে একে অপরকে ভালোবেসে জিতে যাওয়া 💃❤️ জীবনে প্রতিষ্ঠিত হওয়া ❤️ সব মিলিয়ে চমৎকার হয়েছে গল্পটা। সুন্দর, রুচিশীল, মার্জিত শব্দে অসম্ভব সুন্দর হয়েছে গল্পটা। প্রতিটা থীম ভাষার চয়ন সাজিয়ে গুছিয়ে লেখা গল্পটা পড়তে পড়তে পাড়ি দেওয়া যায় অন্য জগতে। অসম্ভব সুন্দর, অসাধারণ একটা গল্প। ধন্যবাদ লেখিকা আপুকে এত্তো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য। আমরা এরকম আরো সুন্দর সুন্দর গল্প চাই ❤️❤️❤️❤️❤️ সবশেষে লেখিকার সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করছি❤️❤️
লেখিকার লেখনী অসম্ভব সুন্দর❤️ অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য ❤️ আশা রাখি আগামীতে আরো সুন্দর সুন্দর লেখা পড়তে পারবো
গুফ