পৃথিবীতে মানুষ আসে, মানুষ যায়। কিছু মানুষের খ্যাতি ছড়িয়ে পড়ে চারদিকে। ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। মানুষ মনে রাখে যুগ যুগ, মনে রাখে হাজার বছর ধরে। মুঘল সম্রাট আকবর সে ধরনেরই একজন মানুষ। সারা পৃথিবীর ইতিহাসে তাঁর নাম লেখা হয়েছে অন্যতম শ্রেষ্ঠ সম্রাট হিসেবে। তাঁর রেখে যাওয়া ধন-সম্পদ, রাজপ্রাসাদ দেখতে আজও লাখ লাখ মানুষ ভারতে আসে। তাঁর জিনিসপত্র আজও ব্যবহৃত হয় ইংল্যান্ডের রাজপ্রাসাদসহ ইউরোপের নানা দেশে, নানা রাজপ্রাসাদে এবং যাদুঘরে। এসব দ্রব্য সামগ্রী আজও পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচিত।