ক্যালেন্ডার সামনে না থাকায় ফাল্গুন মাস আসতে ক'দিন বাকি তা ঠিক ঠিক অনুমান করতে পারলাম না। গতকাল একজন আমাকে বললেন, আমি যদি গ্রাম থেকে দুই কেজি পাটালি আর দুই কেজি নলেনগুড় আনিয়ে দিই তো তিনি উপযুক্ত দাম দিবেন। মাঘ মাসে নলেনগুড়? শুনে ভিরমি খেলাম। এ যেন শিশুর দুধ-ছাড়ানোর বয়সে মায়ের কাছে শাল দুধের জন্য বায়না। সাধে কি আর বলে- 'বিহানের কাজ চাচী আমার করে ভাইটেল বেলা।'