হুট করেই ঝিলের ভীষণ মন খারাপ হলো। মৃদু বাতাসে উড়ছে তার চুল। আকাশে মিষ্টি রোদ। সে বাদামের খোসা ছাড়ানো বন্ধ করে দিল। ওর মন খারাপ দেখে অভিনব ডাকল। "ঝিল।" "হুম?" "আমাকে বিশ্বাস করেন তো?" বাক্যটিতে অদ্ভুত শান্তি পেল ঝিল। তার দুটি নয়ন কেমন করে উঠল। বুকের ভেতর অন্য এক শব্দ শোনা গেল। পরিবেশ মুহূর্তেই শান্ত হয়ে এসেছে। সে সরাসরি ছেলেটির চোখের দিকে তাকাল। অভিনব'র গভীর দুটি চোখের দৃষ্টিতে যেন হারিয়ে ফেলল ভেতরকার সবটা। নিজেকে শান্ত করে বলল,"করি তো।" প্রসন্ন হলো অভিনবর বুক। সাহস পেল সে। আলগোছে মেয়েটার হাত ধরল। পুরুষালি শীতল স্পর্শে কম্পন ধরে গেল ওর সর্বাঙ্গে। "ঢাকার বাইরে ঘুরতে যাবেন?" কিছুটা অস্বস্তি, দোমনা থাকলেও রাজি হয়ে গেল ঝিল। ভাগ্যের উপর সব ছেড়ে দিয়ে কিছু মুহূর্ত পূর্বে গড়ে উঠা বন্ধুর উপর ভরসা রাখার প্রবল ইচ্ছেটাকে প্রাধান্য দিল। অথচ সামনেটা ভীষণ অনিশ্চিত। কে জানে এই অনিশ্চিয়তা পেরিয়ে বন্ধুত্বের সাথে অন্য কোনো নাম যোগ হবে কি না!
অসাধারণ ছিলো 🖤
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর হয়েছে 😍
#রিভিউ #রঙিন_প্রজাপতি (ই বুক) #ফাতেমা_তুজ_নৌশি অভিনব র ঝিল আমার প্রিয় জুটি অনেক অপেক্ষার পর ফাইনালি গল্পটা পড়ে শেষ করলাম। ভ্রমণমূলক এই গল্পটি এক কথাই অসাধারন। গল্পটিতে প্রকৃতিক পরিবেশের যে চিত্রটি তুলে ধরা হয়েছে মন কারার মতো। নায়কা: (ঝিল) মা হারা মেয়ে ৫ ভাই ও ৩ আব্বুর সানিধ্যে বড়ো হওয়া মেয়ে নিজের আব্বুকে ভুল বুঝে বাড়ি থেকে পা*লিয়ে গিয়ে বান্ধবীর বাসাতে আশ্রয় নেই, সেইখানে দুর্ঘ*টনার শিকার হয়ে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয় কিন্তু নিজের মনে এক না চেনা মানুষের অনুভুতির কারণে বিয়ে টাকে স্বাভাবিক ভাবে নিতে পারে নি। নায়ক:(অভিনব) মামার বাড়িতে বেড়াতে আসে কিন্তু এর পিছনে ছিল আলাদাই কারণ অচেনা মানুষের খোঁজ। রোমান্টিক, ভ্রমণপ্রেমি অভিনব এর ব্যাক্তিত্ব এক কথাই অসাধারন। দুর্ঘ*টনা বসত হওয়া বউ এর প্রতি নিজের দায়িত্ব পালনে সে পিছ পা হয়নি। অভিনব এর ব্যাক্তিত্বের কারণেই গল্পটি এতো সুন্দর ভাবে ফুটে উঠেছে। অন্যান্য চরিত্র : অভিনব এর আম্মু আব্বু: এনাদের ব্যাক্তিত্ব এক কথাই অসাধারন। নিজের ছেলের পছন্দকে মর্যাদা দিয়ে তাকে নিজের মেয়ের মতো তাকে ভালোবাসা এক কথাই অসাধারন। মৌনতা র রিহান: মৌনতা চরিত্রটি খুব ভালোভাবে প্রতিস্থাপন করা হয়েছে। নিজের বান্ধবীর প্রতি এতো স্বচ্ছ ভালোবাসা খুব সুন্দর। রিহান এর নিজের বোনের প্রতি ভালোবাসা মন কেড়ে নেওয়ার মতো। গল্পের কিছু পছন্দের লাইন: "আমার মিষ্টি বউ এর জন্যে মিষ্টি মিষ্টি ফুল" ' আমার রঙিন প্রজাপতি ' "মুচকি মুচকি হাসি কিন্তু প্রেমের লক্ষণ " "আর লুকিয়ে লুকিয়ে ছবি তোলা "। গল্পের প্রতিটা চরিত্র অসাধারন। সকলের সম্বন্ধে লিখতে গেলে অনেক বড়ো হয়ে যাবে যা দৃষ্টিকটু ও বটে। প্রথমবার এইরকম ভাবে রিভিউ দিলাম আশা করি ভুল ত্রুটি ক্ষমাদৃষ্টিতে দেখবেন লেখিকা আপুকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর গল্প আমাদের পড়ার সুযোগ করে দেওয়ার জন্যে। আর সাথে Nafisa Anjum Psyche আপুকে অসংখ্য ধন্যবাদ আমাকে বইটা উপহার দেওয়ার জন্যে।
ফাতেমা তুজ নৌশি আপুর সব গল্পই অসাধারণ সুন্দর হয়।এইটা ও তার ব্যাতিক্রম নয়।অসাধারণ লেখার ধরন তোমার। খুব সুন্দর করে মনের অনুভূতি গুলোকে করে গুছিয়ে লিখতে পারো। তোমার সব গল্পই মন ছোয়া। অনেক অনেক ধন্যবাদ আপুই আমাদের এতো সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য। ❤️❤️❤️ সব শেষে তোমার জন্য ভালোবাসা। ❤️❤️❤️❤️
এতো সুন্দর হয়েছে যা বলে বোঝাতে পারবো না 😊 "ধূসর রঙের প্রজাপতি" গল্পের মাধ্যমে আপনার পাঠক হয়েছিলাম। সেটাও অসাধারণ একটা গল্প ছিলো ❤️ আপনি গল্পে যেভাবে ইতিহাস গুলো তুলে ধরেছেন তা এক কথায় অসাধারণ। অনেক ইতিহাস যানা ছিলো না। এই গল্পের মাধ্যমে অনেক ইতিহাস জানলাম আজ। গল্পটা পড়ে অনেকে ইতিহাস সম্পর্কে ধারণা পাবে এবং ইতিহাস সম্পর্কে জানার ইচ্ছা জাগবে । গল্পে বিভিন্ন স্থান তুলে ধরেছেন । আমাদের অনেকেরই ইচ্ছা এসব জায়গা ঘুরার। ইনশাল্লাহ আমাদের সবার আশা পূরণ হবে। পরবর্তী কোন ভ্রমণকেন্দ্রিক গল্প লিখলে "সন্দ্বীপ" নিয়ে লেখার জন্য অনুরোধ রইলো। আর উপহারের জন্য অসংখ্য ধন্যবাদ আপু ❤️। Long way to go In sha Allah।
অভিনব ঝিল মানে আমার কাছে একটুকরো ভালোবাসার প্রতিচ্ছবি। গল্পের প্রতিটি লাইনে লাইনে মনে হয়েছে আমি ও ওদের সাথে বাংলাদেশ ভ্রমণে বের হয়েছি। একবার ও মনে হয়নি এরমধ্যে অনেক জায়গাতেই আমার কখনও যাওয়া হয়নি। নৌশির এতো সুন্দর বিবরণে মনে হয়েছে আমি ও ঐই জায়গা গুলো ঘুরে এসেছি। সত্যি বলতে আমার মন ভরেনি বারবার মনে হয়েছে আর একটু হলে ভালো হত ওদের সাথে আরো কিছু জায়গায় ঘুরতে পারলে চমৎকার হতো। তবে সবশেষে বলবো এমন চমৎকার ভাবে বাংলাদেশের দর্শনীয় স্থান গুলো নিয়ে লিখার জন্য অনেক ধন্যবাদ।
অনেক অনেক অপেক্ষায় ছিলাম অভিনব ও ঝিলের❤️ অবশেষে পেয়ে গেলাম ❤️