আমি কখনোই কারো প্রতি কোন রাগ পুষে রাখতে পারি না কেউ যদি ল্যাং মেরে ফেলে দিয়ে রক্তাক্ত করেও দেয় তবু একটুও অভিশাপ দিতে পারি না বরং ভালবাসার আলিঙ্গনে বেঁধে রাখতে চাই সবাইকে, যারা আমাকে উতক্ত করে চলছে এখনও জানি তারাও জানে আমি এরকমই। রাত নামে সবাই ফিরতে থাকে ঘরে। নিদ্রা কাতর চোখগুলো একে একে বুঁজতে থাকে। আমায় তখন রাতের খোলা আকাশ ডাকে। ঘর থেকে বেরিয়ে সারারাত হাঁটি এই মহানগরের কংক্রীট পথে।