জীবন মানে শুধু হেরে যাওয়া নয় জীবন মানে থমকে যাওয়া নয় চলমান জীবনে অনেক কিছুতে সম্মুখীন হতে হবে হয়তো অনেক কিছুতে জয় পরাজয় আসবে কিছুতে জয়ে নাচানাচি করার মানে নেই কিছুতে পরাজিত হয়ে ঘাবড়ে যাওয়ার অর্থ নেই। জীবনে সফলতা অর্জন করতে চাইলে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে আস্তে আস্তে এগুতে হয় লক্ষ্যের সুতাটা মাঝে মাঝে ছিড়ে যাবেই ঝড় এসে এলোমেলো করে দিয়ে যাবে আমার স্বপ্নগুলো।